এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

খুব সহজেই একটি যন্ত্র তৈরি করুন কম্পিউটার সিপিইউ কিবোর্ড এবং ঘড় পরিস্কার করার জন্য

আমার সকল বন্ধুদের কে সালাম ও আন্তরিক ভালোবাসা জানাই।ভিডিও টিউটোরিয়াল সহ
আজ আপনাদের কে খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র তৈরী করা শিখাব যা দিয়ে
আপনার কম্পিউটারের সিপিইউ ভিতর এবং কি বোর্ডের ধুলাবালি
পরিস্কার করতে পারবেন, এই  যন্ত্র তৈরী করতে মাত্র ১৫০ থেকে ২০০ টাকা খরচা হবে।
খুব সহজে আপনার ঘড়ে অনেক জায়গা আছে যেখানে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না এই যন্ত্রটির সাহায্যে ধুলাবালি
অনায়াসে পরিস্কার করতে পারবেন এই যন্ত্রটি বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু একটুক ভাল কিনতে গেলে
প্রায় চৌদ্দ থেকে পনের শত টাকা লেগে যায় আর যদি আপনি নিজের হাতে তৈরী করে নেন তাহলে একশত বা দুইশত টাকার মধ্যে বানাতে পারবেন, সব চাইতে বড় মজার বেপার হল নিজের হাতে তৈরী করা।
প্রথমে আমাদের লাগবে দুইটা VCD কেসেট, পুরাতন হলেও চলবে,
VCD কেসেট




দোকান থেকে প্লাস্টিক একটি বক্স কিনে নিবেন


VCD কেসেট থেকে প্রায় আধা ইঞ্চি বড় সাইজ প্লাস্টিক বক্স কিনবেন

 প্লাস্টিক বক্স








মোটর 12V হাইস্পিড হলে ভাল হয় দাম একটু বেশি নেবে





নরমাল মটর দাম 75 থেকে 80 টাকা মাত্র






বোতল কেনার সময় লম্বা গলা প্লাস্টিকের  গোলাপ জলের বোতল   নিবেন 



প্লাস্টিকের  গোলাপ জলের বোতল






মোটর কভার হিসেবে আমার বাসার নষ্ট ঝাড়ু থেকে নিয়েছি




যদি আপনার কাছে না থাকে পরিবর্তে প্লাস্টিক গ্লাস ব্যবহার করতে পারবেন।


মেশিন তৈরি করতে হলে আমার দেওয়া ভিডিও দেখুন
ভিডিও টিউটোরিয়াল

















কোন মন্তব্য নেই:

Translate

পৃষ্ঠাসমূহ