এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

ট্রাফিক রোড সিগন্যাল লাইট তৈয়ার করুন নিজের হাতে

আসসালামু আলাইকুম
বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি  ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি 
 আপনি ইচ্ছা করলে রাস্তায় জ্যামের জন্য যে ট্রাফিক রোড সিগন্যাল লাইট
ব্যবহার করা হয়ে থাকে আপনি নিজের হাতে তৈয়ার
 করতে পারবেন 
 আইসি দিয়ে বানাতে পারলে ভাল হয় ইচ্ছে মত টাইমিং করা যায় কিন্তু
সার্কিট বড় হয়ে যাবে সবাই তৈয়ার করতে পারবেন না 
তাই আজকের
সিম্পল ভাবে মাত্র দুইটি ট্রানজেস্টর দিয়ে সার্কিটটি আমরা তৈয়ার করব 

চারটি রেজিষ্টর দুটো ইলেক্ট্রলাইটিক ক্যাপাসিটর LED লাইট দুইটা এই অল্প কয়েকটি পার্স দিয়ে তৈয়ার
করতে পারবেন ট্রাফিক রোড সিগন্যাল লাইট।
C828 NPN ট্রান্জেস্টর দুইটা





C828 ট্রান্জেস্টর দুইটা  B C E এভোমিটার দিয়ে যে ভাবে বের করবেন



100 Ohm রেজিস্টর দুইটা 






68K রেজিস্টর দুইটা







470mf 16v অথবা 25v দুইটা



ক্যাপাসিটর এর মান পরিবর্তন করে  বাতি নিবা জ্বলার টাইমিং সেট করে নিবেন
ক্যাপাসিটর মান যত বেশি হবে বাতি নিবা জ্বলা স্পীড ততই কম হবে
ইলেক্ট্রলাইটিক ক্যাপাসিটরের পোলারিটি আছে +  -  দেখে কানেকশন করবেন
প্লাস মাইনাস উল্টো কানেকশন লাগালে ক্যাপাসিটর নষ্ট হয়ে যাবে ।






এই হল ডায়াগ্রাম
C828 ট্রান্জিস্টর দুইটি
470mf ইলেক্ট্রলাইটিক কেপাসিটর দুইটি
100 Ohm রেজিস্টর দুইটি
68Kরেজিস্টর দুইটি
LED বাতি দুইটি
9V ব্যাটারি একটি
 আসুন ভিডিও টিউটোরিয়াল দেখি











কোন মন্তব্য নেই:

Translate

পৃষ্ঠাসমূহ