আজ আমার সকল বন্ধুদের প্রতি সালাম ও আমার আন্তরিক ভালবাসা রেখে শুরু করলাম,
আজ আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি সার্কিট দেখাব ।
আমরা অনেকেই হয়ত ব্যাটারি চার্জার
নিজের হাতে তৈয়ার করেছি কিন্তু আজ আমি যে চার্জার আপনাদের উপহার দিব এই চার্যারটি একটু ভিন্ন রকম
এই চার্যারটিতে অতিরিক্ত কয়েকটি সিস্টেম দেয়া হয়েছে যেমন আমরা যে কোন চার্জার দিয়ে
ব্যাটারি চার্জ করি যখন
ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় সাথে সাথে চার্জার থেকে ব্যাটারি
খুলে ফেলি কারণ ব্যাটারি অতিরিক্ত চার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে,
আজকের এই সারকিটটি অটো সিস্টেম দেয়া হয়েছে ব্যাটারি যখনই ফুল চার্জ হবে সার্কিট লাগানো রিলে সুইচটা
অফ হয়ে যাবে ফলে ব্যাটারি চার্জ দেয়া বন্ধ করে দিবে।
আবার যখনই ব্যাটারির চার্জ কমে আসবে তখনি অটোমেটিক
সিস্টেমে রিলে সুইচ চালু হয়ে ব্যাটারি চার্জ দেয়া
শুরু করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন