বিছমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ সর্ব শক্তিমান।
বন্ধুরা সবাই আজ কেমন আছেন ভাল ? আপনাদের দোয়াতে আমি ভালই আছি।
আজ আমি আপনাদেরকে এমনি একটি সারকিট উপহর দিব যে সারকিটটি
কম বেশী হয়ত সবারি কাজে লাগবে। যে সব এলাকায় এখন ও বিদ্যুত যায় নি
বিকল্প ভাবে মোবাইল চার্য করেন তাদের জন্য এই সারকিটটি খুবেই প্রয়োজনিয়
আমরা অনেক সময় সফর করতে বা পিকনিকে যাই যেখানে বিদ্যুতের ব্যবস্থা
থাকেনা । আমরা ইচ্ছা করলে এখানে ও মোবাইল চার্য করতে পারি বড় গাড়ি
অথবা মোটর সাইকেলের ব্যেটারী থেকে কোন রকম সমস্য ছারাই ভাল করেই
মোবাইলটি চার্য হবে।আসুন চার্যারটির ব্যবহার কিত পার্স গুলি দেখে নেই।
এই পার্সটি হল একটি রেগুলেটর আইসি ।এখানে এই আইসিটি ব্যবহার করা হয়েছে 7806=
আসুন 10 ওহুস রেজিষ্টেন্স কালার কোড সহ দেখে নেই।
এটি হল 10 ওহুমস 2w রেজিষ্টর যার কালার কোড হল বাদামি কাল কাল ।
আমরা সবাই জানি ( DC ) ডিসি যে কোন ব্যেটারী পোলারেটি রয়েছে
যেমন প্রজেটিভ এবং নেগেটিভ । যে কোন সারকিটে ব্যেটারী থেকে সাপ্লাই ভোল্ট দিলে যদি ভূল করে প্রজেটিভ এবং নেগেটিভ ভোল্ট উল্টা লাগানো হয়
সাথে সাথে সারকিটে লাগানা মুল্যবান পার্স গুলি পুড়ে নষ্ট হয়ে যাবে। যে কারনে আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর সিষ্টেম দেখাব
ব্যেটারীর কোন পোলারেটি থাকবে না । ব্যেটারী প্রজেটিভ নেগেটিভ উল্টা লাগালেও সারকিট নষ্ট হবে না। যে ভাবেই লাগান সারকিটটি চলবে।
আসুন সিষ্টেমটি দেখি ।
সারকিটটিতে লক্ষ করে দেখুন ইনপুট ভোল্ট এর সাথে ডায়ড গুলি কি ভাবে কানেকশন করা হয়েছে এ ভাবে
যে কোন সরকিটের সাথে ডায়ড লাগিয়ে নিলে ব্যেটারী কানেকশন উল্টা হলেও সরকিটটি চলবে কোন সমস্য হবে না ।
সম্পূর্ণ সারকিটটি দেয়া হয়েছে এ ভাবেই কানেকশন গুলি করুন আর ব্যেটারী দিয়ে মোবাইল চার্য করুন।
আমি মোঃসেন্টু খান । কিশোরগন্জ ,,,,,,,01713531965 আজ বিদায় নিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন